ভূমিকম্প হওয়ার কারণ কী?

 

ভূমিকম্প হওয়ার কারণ কী?

সাধারণ জ্ঞানে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোন প্রকার ভূকম্পন জনিত ঘটনাকে বোঝায় - সেটা প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট যাই হোক না কেন।!সারা পৃথিবীতে বছরে গড়ে ছয় হাজার ভূমিকম্প হয়।কম্পন-তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এই তরঙ্গ ভূ-গর্ভের কোনও নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

আমরা জানি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরি রয়েছে।আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে।

পৃথিবীর অভ্যন্তরে প্রচুর গ্যাস রয়েছে, যা ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে।

ভূ অভ্যন্তর থেকে এই গ্যাস গুল বের হওয়ার কারনে, সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে যায়। আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে।তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয় যা ভূমিকম্প নামে পরিচিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা