নিজের মূল্য 😎

 

নিজের মূল্য

 

 সম্পর্কটা যদি এখানেই শেষ হয়ে যায় তবে যাক, শেষ হতে দাও। যে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে সেই ঘড়ি যত সুন্দরই হোক না কেন তার কোনো কাজ নেই, তার মূল্য শূন্য অপেক্ষাও অনেক কম। যে সম্পর্কে শেষ হতে চায়, সেই সম্পর্ক যত দীর্ঘ অথবা গভীরই হোক না কেন, তাকে শেষ করাই শ্রেয় ৷ ব্যাটারি ছাড়া ঘড়ি দিনে দুইবার সঠিক সময় দিতে পারবে, এর বেশি সম্ভব নয়। ঠিক তেমনি শেষ হয়ে যাওয়া সম্পর্কটা আটকিয়ে রাখলে বড়জোর দুই দিন অথবা দুই মাস টিকিয়ে রাখা সম্ভব, এর বেশি নয় !

ভাঙ্গা আয়নায় নিজের চেহারা দেখা অপেক্ষা না দেখা বেশি শোভনীয়। ছেড়ে যাওয়ার মানসিকতা নিয়ে সম্পর্কে থাকা মানুষকে ভালোবাসা অপেক্ষা একা থাকা বেশি শ্রেয় !

যে একবার চলে যেতে চায় সে চলে যাবেই। আজ হোক আর কাল হোক সে যাবেই। তোমাকে শুধু সবকিছু মানিয়ে নেয়ার অভ্যাস করা শুরু করে দিতে হবে ৷ এদিকে সে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিবে, অন্যদিকে তোমাকে সে ছেড়ে গেলে সবকিছু মানিয়ে নেয়ার প্রস্তুতি নিতে হবে ৷

মানুষ কারনে অকারণে বদলায়, তাই কারও বদলে যাওয়া দেখে কষ্ট পাওয়া যাবে না। বরং বদলে যাওয়াটাই স্বাভাবিক ভেবে এগিয়ে যেতে হবে ৷ একইরকম কেউ সারাজীবন থাকে না, তুমিও থাকবে না।

দিনশেষে তোমার জন্য তুমি শুধু তোমাকেই পাবে, আর কাউকে না। মূল্যটা নিজেকে দিতে হবে, যতক্ষণ নিজের মূল্য দেওয়া শিখবে না, ততক্ষণ তুমি কারও কাছে মূল্য পাবে না। মনে রাখবে, বাজারে সবচেয়ে দামী পণ্যটা তার চেহারার জন্য সবচেয়ে বেশি দামী নয়, তার চাহিদার তুলনায় জোগান কম বলেই তার দাম সবচেয়ে বেশি। ঠিক তেমনি, তোমার দাম তখনই বেশি হবে যখন তুমি নিজেকে সহজলভ্য করে দিবে না, নিজেকে সর্বত্র বিলিয়ে দিলে তোমার মূল্য ক্রমান্বয়ে কমবে।

আজ থেকে কয়েকবছর আগে তুমি প্রেম করতে না, তখন তুমি বেশ ভালো ছিলে। আবার আজ থেকে কয়েকবছর পরে তুমি প্রেম করবে না, তখনও তুমি বেশ ভালো থাকবে৷ শুধু মাঝে কিছুটা সময় তুমি প্রেম করবে আর সেই সময়টাই তুমি একটু খারাপ থাকবে। যারা এই সময়টাও আছো তাদের বলছি, চাপ নিও না, এই সময়টা সবার জীবনেই আসে, আবার সময় হলে চলেও যায়৷ তোমাকে শুধু সবকিছু হালকা ভাবে নিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সময়টাকে পার করে আসতে হবে।

 

 

~ আর রাফি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা