সুখী মানুষ 🥰

 


আপনি কি সুখী নন ?

 

ধরেন আপনি শিক্ষিত বেকারের ট্যাগ থেকে সদ্য মুক্তি লাভ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাইনের একটা চাকরী করছেন৷ পুরো ফ্ল্যাট নিয়ে থাকার মতো সক্ষমতাও নেই। তাই এক রুমের সাবলেটেই চলে যাচ্ছে জীবন! হঠাৎ একদিন খেয়াল করে দেখলেন আপনার পাশেরই একজন, যার নেই কোন ডিগ্রি, নেই কোন সার্টিফিকেট, অথচ আপনার থেকে কয়েকগুণ বেশি টাকা পয়সা ইনকাম করছে। মাঝে মাঝে মদের গ্লাসে উড়িয়ে দিচ্ছে কিছু, আর কিছু খরচ হচ্ছে কাঁচা মাংসের পেছনে! কথিত আয়েশী জীবনযাপন বলতে আমরা যা বুঝি। এসব নিয়ে আপনার আক্ষেপের অন্ত নেই। মাঝে মাঝে হতাশার সাগরে ডুবে যান৷ জীবনে কি করলেন ভাবতে ভাবতেই সিগারেটের প্যাকেটটা খালি হয়ে যায়!



যা কিছু বললাম তা বর্তমান। এবার আসেন একটু সামনে যাই! পাঁচ বছর পরের সমীকরণটা ভিন্ন! পঁচিশ হাজার টাকা মাইনের সেই চাকরী করেই আপনি একটা কম দামী গাড়ি কিনেছেন, মাথা গোঁজার মতো একটা জায়গা হয়েছে, মধ্যরাতের হতাশার তীব্রতাও কমেছে! আর সেই লোক যার কয়েকগুণ বেশি ইনকাম আপনার হতাশার কারণ ছিল, তার ক্যান্সার ধরা পড়েছে! ব্যাংকে জমানো কাড়ি কাড়ি টাকা চোখের পলকেই শেষ! ফ্ল্যাট, জমি শখের গাড়িটাও বিক্রি করে দিয়েছেন ইতোমধ্যেই! চল্লিশ না পেরোতেই হসপিটালের বেডে শুয়ে শুয়ে জীবনের শেষ দিনগুলা গুণছেন!

উপরে যিনি আছেন তার হিসাব খুব সুক্ষ্ম! সমীকরণ আপনা-আপনি মিলে যায়!

 

 

-সাঈদ শাহেদ

২৫/১১/২০২০

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা