ছেলেদের জন্য লাইফ হ্যাক্স 👍👌

 

ছেলেদের জন্য কিছু দরকারি লাইফ হ্যাক্সঃ

 

) ছেলেদের প্রচুর পরিশ্রমি হতে হয় যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার জীবনের পরিণতি ভাল হবেনা তাই এখন থেকেই নিজেকে কর্মঠ করে তুলুন।

 ) বন্ধু বাছাই এর ক্ষেত্রে সাবধান হৌন সব বন্ধু এক না নিবিড় ভাবে পর্যবেক্ষণ করুন কারা আপনার বন্ধুত্বের দাম দিচ্ছে না বা অল্প করে ক্ষতি করছে  

 ) নিজের  মেয়ে ক্লাস মেটদের বন্ধু বানালে  তাদের স্টাডি পার্টনার বানাতে পারেন কখনোই রিলেশন করার চিন্তা ভাবনা করবেন না যদি ক্লাস মেট এর সাথে ব্রেকাপ হয় তাহলে আপনার বাকী জীবন একই একাডেমীতে খুবই প্যারা নিয়ে কাটাতে হবে  

 ) নিজের শরীর কে ফিট রাখুন কারণ ভবিষ্যতে আপনি একটা পরিবারের দায়িত্বে থাকবেন   ফিটনেস এর প্রতি মনোযোগ দিলে আপনার যেকোন খারাপ অভ্যাস হতে দূরে থাকতে পারবেন  

) অবশ্যই যেকোন জব করার আগে সেলারি আর কতো সময় তা জেনে তারপর জয়েন করবেন কারণ আজকাল কার বেশীরভাগ জবেরই সেলারি কম থাকে আর প্রমোশনও পায় না এতে ছেলে হিসেবে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে



) নিজের পরিচিতি বৃদ্ধি করুন যতো বেশী মানুষের সাথে পরিচিতি রাখবেন ততো আপনি প্রসারিত হবেন

) কোন মেয়ে আপনার সাথে ফ্লার্ট করলে  ভাববেন না যে সে মেয়েটা আপনাকে সত্যিকারেই ভালবাসে টাইপ ফ্লার্টি মেয়েদের অনেক ছেলেদের প্রতিই আকর্ষণ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে তাই সাবধান থাকুন আবেগে পরবেন না রিলেশন এর ক্ষেত্রে খুবই যাচাই বাছাই করে করুন  

) আপনার গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই বিয়ে করে ফেলুন আর না করতে পারলে ভদ্র ভাবে তাকে না করে দিন  এবং দেখা করে ক্ষমা চান কোন রকম সাময়িক আনন্দের জন্য নিজের জীবন এবং অন্যের জীবন শেষ করবেন না উদাহরণ স্বরুপ দেখা যায় অনেক ছেলেরাই এখন ধর্ষক তার গার্লফ্রেন্ড কে বিয়ের প্রলোভন দেখানোর জন্য  

) বিয়ের আগে মেয়েদের থেকে যতো পারুন দূরত্বতা বজায় রাখুন পারলে আনফ্রেন্ড করে দিন সকল মেয়েদের এতে আপনার হতাশা জাগবে না কোন রকম প্রেম অনুভূতি হবে না  এতে বিয়ের পর আপনার নিজের স্ত্রী এর উপর ভাল আকর্ষণ থাকবে  এবং আপনি সুখী হবেন মেয়েদের সাথে ক্লোজনেস প্লে বয় টাইপ অ্যাটিটিউড আপনি নিজেকে দ্ধংশ করবেন তাই নিজের বুদ্ধি কে কাজে লাগান যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে নিজেকে সেইভাবে গড়ে তুলুন যাতে বিয়ের পর আপনার বউ আপনি ভাল ভাবে থাকতে পারেন

১০) নিজেকে আপডেট করুন। অন্যেরা কি বলে তা কানে নিবেন না

 

ধন্যবাদ সবাইকে

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা