রোম্যান্টিক শুক্রবার

স্বামী স্ত্রী শুক্রবার (সকাল বেলা)


:- এই সকাল বেলা কি শুরু করলা ?

:- কি করলাম?

:- জানি না, ছাড়ো তো।

:- নাহ ছাড়বো না, আজ তোমাকে সারাদিন এইভাবে জড়াইয়া ধরে ঘুমাবো !

:- পাগল হইছো ? যাও কাজে যাও

:- বাহিরে কতো বৃষ্টি দেখছো ?

:- হুম, আমাদের প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে আছে তোমার অরণ্য ?

:- হুম মনে আছে। সেদিন আমরা সকাল বেলা .৩০ মিনিট তুমি আমাকে ফোন দিয়া ঘুম ভাঙ্গাইছিলা।
৭টায় আমাদের প্রাইভেট ছিলো
আমি বের হয়ে তোমাদের বাসার সামনে থেকে তোমাকে নিয়ে স্যারের বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি নেমেছিলো

:- হুম তারপর তুমি আর আমি এক বাসার কার্নিশের নিচে দারিয়ে ছিলাম, আশে পাশে সব নিরব ছিলো। সে কি ঝুম বৃষ্টি ছিলো

:- বৃষ্টির ছিটা ছিটা পানিতে আমাদের পায়ের দিক দিয়ে ভিজে যাচ্ছিলো। তোমার শীত করতেছিলো।
এই তোমার মনে আছে সেদিন আমি তোমাকে ফাস্ট জড়াইয়া ধরেছিলাম !

:- হুম পাগল মনে আছে



খুব শক্ত করে তোমার বুকের মধ্যে আমাকে চেপে ধরেছিলা। আর আমি তোমার শরীরের উষ্ণতায় তোমার বুকে চোখ বুজে গুটিয়ে ছিলাম

:- তোমার দেখছি সব মনে আছে !

:- আমাদের ভালোবাসার প্রথম পহর গুলা আমি কিভাবে

ভুলি বলো ?

:- তাই পাগলি ? (শক্ত করে জড়িয়ে ধরে গালে কামড় দিয়ে)

:- আয়াও, বদমাইশ

:- হুম তোমার বদমাইশ

:- হুম আমারই তো সব পাগল !

:- মনে আছে সেদিন ঘন্টা সেখানে দাঁড়িয়ে ছিলাম। বৃষ্টিতে আমরা প্রায়ই ভিজে গেছিলাম। তারপর আমরা ঠিক করলাম বৃষ্টিতে ভিজবো। আর যখনি রাস্তায় নামলাম, অমনি বৃষ্টি চলে গেলো

:- তখন আমাদের খুবই
রাগ হইছিলো

:- এই অর্পা চলো বৃষ্টিতে ভিজি

:- এই সকাল বেলা

:- হুম চলো

:- এই বলেই অরণ্য অর্পাকে কোলে তুলে নিয়ে ছাদে গেলো।দুজনে ছাদে ভিজতে ছিলো

এমন সময় হঠাৎ ঠাডা পইড়া দুজনেই মইরা গেলো . . . . . . .




---সমাপ্ত---

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা