অপেক্ষা প্রিয়জনের

অপেক্ষা প্রিয়জনের


আজও তোমার নিকট থেকে কোনো চিঠি আমার বাসায় এসে পৌছালো না । আজ ১৭ তম দিন , কোনো চিঠি আর আসে না । কেনো তা জানি না , কোনো ভুল ছিল কি আমার ! সেটিও অজানা । ভালোবাসি তোমায় । তাই এত খুজে ফিরি , অনেক জল্পনা কল্পনায় কি করে পাবো তোমায় ! ব্যস্ততার মিছিলে হারিয়ে যাচ্ছি দুজনেই । হয়তো একাকীত্বে নয়তো অজানা রহস্য ঘেরা কোনো কারনে । কিছুই ভালো লাগছেনা ইদানিং । পথ চেয়ে রয়েছি তোমার অপেক্ষায় ।

আমাদের ভালোবাসা দীর্ঘ দিন এর নয় । কিছু দিন মাত্র মনে হচ্ছে আমার । সময় অনুযায়ী ১ বছর  হবে কিন্তু আমার তবুও মনে হয় দীঘ দিন যাবত আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি । যদিও একটি বছর কম সময় না , তবুও আমার কাছে এটাই মনে হয় যে ঝড়ো বাতাসে চোখের কিছু পলক পরার মতো সময়টা পার হয়ে গেল । এত আধুনিক সময়ে এসেও আমাদের ভালোবাসাটা কিন্তু সেই প্রাচীন আমলের মতোই থেকে গেছে । ভালোবাসাটা লিখিত-তেই সীমাবদ্ধ থেকে গেছে , আধুনিকতায় কখনো ধাপ-ই দেয় নি । সুত্রটা যেন , একটি কলম আর একটি খামে আবদ্ধ । বড়ই আশ্চর্যজনক রয়ে গেছে বিষয়গুলো । কিন্তু তাও আমরা ভালো আছি । কোনো মন্দ সংগত পূর্ণ দিক বা আকাঙ্ক্ষা আমাদের প্রলপ করে নি ।

কোনো এক কবি যেন ঠিকই বলেছিলঃ

“”” প্রেমিক হতে কোনো যোগ্যতা লাগে না , কিন্তু যখনই তুমি তাকে জীবন সঙ্গী করার পরিকল্পনা করবে ঠিক তারপর তোমার নিকট উচ্চমানের যোগ্যতা থাকা লাগবে । নয়তো তুমি কখনোই তাকে জীবন সঙ্গী করে পাবে না । “””

কথাটি যদিও স্বল্প , কিন্তু অল্প নয় । চিরন্তন সত্য দাবি করা যায় । আধুনিকতায় এক বাক্যতে যদি প্রকাশ করি তাহলে বলা যাবে এইটা “ প্রখর বাক্য “ ।  




তোমার কাছ থেকেতো কোনো চিঠি বা খাম আর আগের মতো আসে না । প্রতিদিন অপেক্ষায় থাকি । “ অনেক আগ্রহ নিয়ে পথ চেয়ে থাকি । কিন্তু সময় পেরিয়ে যেতেই বোঝা যায় আজও আমার কাছে চিঠির খাম আসলো না । বড্ড মন খারাপ লাগে । কেন আসে না তা সম্পূর্ণরূপে অজানায় রয়ে আছে আমার কাছে । এর কারন জানার জন্যও আমি তোমার কাছে চিঠি পাঠিয়েছিলাম । দুঃখজনক বিষয়তো এটাই যে সেই চিঠিরও কোনো ফিরতি আসেনি আমার কাছে । আশা করছি তুমি সুস্থ আছো । অনেক ভালো আছো । দূর থেকে এই অনুভুতিটাকেই কাজে লাগিয়ে মনটাকে শান্তনা দিই । সত্যিকার অর্থে , তোমাকে নিয়ে অনেক ভাবনা মাথায় ঘুর-পাক খাচ্ছে , ভেসে বেরাচ্ছে নানান দুঃচিন্তা । আবার কিছু সময় এটাই মনে হচ্ছে আমি নিজের অজান্তেই তোমাকে হারিয়ে ফেলেছি । হয়তো অন্যকারো হিসেবে নয়তো কারোই নয় । তবুও যা হারিয়েছি আমিই হারিয়েছি । অনেক বড় অন্ধকার সময় পার হচ্ছে । হোক , অপেক্ষায় আছি সেই ভোরের , যে সময় সুপ্ত আলোয় সব কিছু আবার ঠিক হয়ে যাবে । সমাধানের পথ মাত্র কেবলই অপেক্ষার সময় । ভালো কিছু পাবার আশায় যেন এখনও আমি পথ চেয়ে রইলাম । আমি যা চেয়েছি , যা পেয়েছি আর যা হারিয়েছি তার থেকেও হয়তো আরো উত্তম কিছু অর্জন করবো আর নয়তো সময়ের সাথে সাথে নিস্ব হয়ে বিলিন হয়ে যাবো এই প্রকৃতিতেই ।

অপেক্ষায় ছিলাম , আবার অপেক্ষা করছি , আর এখন আমি আবার অপেক্ষা করে যাবো “তুমি ফিরে আসবে এটাই ভেবে” । হয়তো দেরি হবে , কিন্তু তুমি আসবে অবশ্যয় ।

 

আবারও পথ চেয়ে রইলাম ---- “’ অপেক্ষা প্রিয়জনের ‘”

 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা