পৃথিবীর কোন কিছু দিয়ে কি বাবা-মায়ের ঋন শোধ করা সম্ভব ?

মা-বাবার ঋন

একদিন ৮০ বছর বয়ষ্ক এক বৃদ্ধ পিতা ও তার ছেলে তাদের বাগানে হাঁটছিল । হঠাৎ বাগানের গাছে একটি কাক এসে বসলো । তখন বাবা ছেলেটিকে জিজ্ঞেস করলো - "এটা কি " ? জবাবে ছেলেটি বললো - "এটা একটা কাক" । কয়েক মিনিট পর বাবা আবার জিজ্ঞেস করলো - "এটা কি" ? এবার ছেলে জবাব দিল - বাবা আমিতো তোমাকে মাত্রই বললাম এইটা কাক । কিছুক্ষন পর আবার বাবা জিজ্ঞেস করলেন - "এটা কি" ? এইবার ছেলে বিরক্ত হয়ে ভারী গলায় উত্তর দিল , "এটা একটা কাক , এইটা একটা কাক" । এইবার যখন বাবা চতুর্থ বারের মতো জিজ্ঞেস করলো - "এইটা কি" ? এইবার ছেলে প্রচন্ড রেগে এবং চিৎকার করে ধমক দিয়ে বললো - "তুমি বার বার কেন একই কথা জিজ্ঞেস করছো ? আমিতো তোমাকে বললাম - এইটা একটা কাক , এইটা একটা কাক , চোখ নেই ! বুঝতে পারোনা" ? বৃদ্ধ কোনো কথা না বলেই বাগান থেকে চলে গেলো । একটা পর একটা ডায়রি সাথে নিয়ে বৃদ্ধা বাগানে ছেলের কাছে গেলো । এইবার তিনি ছেলেকে বললো - "এইটা পড় , মনোযোগ দিয়ে পড়বে ।

 ছেলে ডায়রি খুলে পড়তে লাগলো । ডায়রিতে লেখা ছিল এমনটাঃ- "" আজ আমি আমার ৩ বছর বয়সী আমার ছেলের সাথে বাগানে হাটছিলাম । হঠাৎ গাছে একটি কাক এসে বস্লো । আমার ছেলে আমাকে মোট ২৩ বার জিজ্ঞেস করো - "এটা কি" ? আর আমি ২৩ বারই কন বিরক্তি ছাড়াই উত্তর দিলাম - "এটা একটা কাক" । আর প্রতিবার-ই উত্তর দেওয়ার সময় তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম । আমার ছেলের নিষ্পাপ চাহনি , আধো আধো বোল আমাকে একবারও বিরুক্ত হতে দেয়নি । এ যেন পিতা-পুত্রের স্বর্গীয় বন্ধন "" । ডাইরি-টা পড়ে ছেলের চোখের কোনায় অশ্রু জমতে শুরু করলো । ছেলে ডাইরি-টা বন্ধ করে গভীর ভালোবাসায় তার বাবাকে জড়িয়ে ধরলো এবং কাঁদো কাঁদো গলায় বললো Sorry baba সরি বাবা । 


অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি , উঁচু গলায় কথা বলি । কখনও কি ভাবে দেখেছি ! কি পরিমাণ ভালোবাসা আর কষ্ট করছেন তারা আমাদের বড় করতে , মানুষের মতো মানুষ করতে ? পৃথিবির কোনো কিছু দিয়ে কি তাদের এই ঋন শোধ করা সম্ভব ? 


The End 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা