৩ পর্বের ধারাবাহিক জোকস

 ৩ পর্বের ধারাবাহিক জোকস 


প্রথম পর্বঃ  

ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে পার্টিতে গেছেন। আড্ডায় আড্ডায় তিনি অনেকক্ষণ ধরেই মদ্যপান করছেন।
.
হঠাৎ তার বাচ্চার কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলেন, তার বাচ্চাও খানিকটা মদ্যপান করে ফেলেছে !!
.
তিনি মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে পার্টি থেকে বাসায় ফিরছেন, আর একটু পর পর বাচ্চাকে
বকছেন।........
.
হঠাৎ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে প্রশ্ন করছেন.....
.
"
আপনার গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয় মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন !!"
.
লোকটিঃ "না, আমি মাতাল নই।"
.
ট্রাফিক পুলিশঃ "আচ্ছা, ঠিক আছে,আপনি হাঁ করুন, আমার কাছে ডিটেক্টর মেশিন আছে, আমি চেক করছি আপনি মাতাল কিনা !!"
.
লোকটি হা করলো এবং মেশিনেমাতালসিগনাল দিল।........
.
ট্রাফিক পুলিশঃ "মেশিন বলছে, আপনি মাতাল।"
.
লোকটিঃ "আপনার মেশিন খারাপ !"
.
ট্রাফিক পুলিশঃ "অসম্ভব !!"
.
লোকটিঃ "ঠিক আছে, আপনি আমার এই ছোট বাচ্চার মুখে মেশিনটি ধরুন, দেখি কি সিগনাল দেয়? এতটুকু বাচ্চা তো আর মদ পান করে না !!"
.
ট্রাফিক পুলিশঃ "ঠিক আছে, বাবু মুখ হাঁ করো তো !"
.
বাচ্চাটি মুখ হাঁ করলো এবং মেশিনে যথারীতিমাতালসিগনালই দিল !!......
.
সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশটি লজ্জিত হয়ে বললঃ
.
"
আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত! অনেক দিন আগের মেশিন তো, তাই মাঝে মধ্যেই
ডিস্টার্ব দেয় !!"

 

 

দ্বিতীয় পর্বঃ 

ডাক্তার : তুমি পাগল হলে কিভাবে ?
পাগলঃ-পাগল কি হইছি সাধে !
আমি এক বিধবা মহিলারে বিয়ে করছিলাম। তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা। তো আমার মেয়ে হয়ে গেল আমার মা এবং আমি হয়ে গেলাম আমার বাবার শশুড়
তার ঘরে একটা মেয়ে হলো সে হলো আমার বোন কিন্ত আমি তার নানীর জামাই সে দিক থেকে সে আমার নাত্নীও
এভাবে আমার একটা পোলা হইলো। তো আমার পোলা আমার বাপের শালা আর আমি আমার পোলার ভাইগ্না
ডাক্তারঃ চুপ কর শালা আমারেও তো পাগল বানাইয়া ছাড়বি....!

 

 তৃতীয় পর্বঃ

একদিন বিজ্ঞানীরা লুকোচুরি খেলছেন।
আইনস্টাইন 'চোর' হয়েছেন..... সবাই লুকিয়ে পড়লেন
কিন্তু নিউটন লুকালেন না....
তিনি মাটিতে 1 metre দৈর্ঘ্য 1 metre প্রস্থের একটি বর্গক্ষেত্র এঁকে তার উপর দাঁড়িয়ে রইলেন। স্বাভাবিক ভাবেই আইনস্টাইন
এসে নিউটনকে ছুঁয়ে বললেন-- "নিউটন
তুমি ধাপ্পা"......
নিউটন বললেন-- "ভুল, তুমি দেখ, আমি 1 sq metre ক্ষেত্রের উপর দাড়িয়ে আছি, অর্থাৎ আমি "Newton/sqm. আর আমরা জানি যে 1 sq metre ক্ষেত্রের উপর 1 Newton বল (Force) প্রয়োগ করলে যে চাপ (Pressure) হয় তা হল 1 pascal. অর্থাৎ, আমি আর এখন নিউটন নই, আমি এখন পাস্কাল !! 😁 "
আইনস্টাইন অজ্ঞান....... 


সংগৃহিত

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা