কবিতা: পহেলা বৈশাখ
লেখা: তানভীর রানা
লেখা: তানভীর রানা
বৈশাখ মানে নতুন বছর নতুন করে আসা,
বৈশাখ মানে নতুন ভোরের নতুন ভালোবাসা।
বৈশাখ মানে ঘুম ভাঙবে পাখির মিষ্টি ডাকে,
বৈশাখ মানে রমনার বটমূলে মানুষ ঝাঁকেঝাঁকে।
বৈশাখ মানে নতুন ভোরের নতুন ভালোবাসা।
বৈশাখ মানে ঘুম ভাঙবে পাখির মিষ্টি ডাকে,
বৈশাখ মানে রমনার বটমূলে মানুষ ঝাঁকেঝাঁকে।
বৈশাখ মানে সকালবেলা পান্তা ইলিশ খাওয়া,
বৈশাখ মানে সবাই মিলে বৈশাখী গান গাওয়া।
বৈশাখ মানে ঢাকে-ঢোলে মুখরিত চারপাশ,
বৈশাখ মানে সবার মনে আনন্দের উচ্ছ্বাস।
বৈশাখ মানে সবার সাথে মেলায় যাওয়ার বায়না,
বৈশাখ মানে কাউকে আজ ঘরে রাখা যায় না।
বৈশাখ মানে রঙিন জামায় খোকা-খুকির সাজ,
বৈশাখ মানে বৈশাখী মেলায় নাগরদোলার নাচ।
বৈশাখ মানে বোনের জন্য ভাইয়ের পকেট ফাঁকা,
বৈশাখ মানে রঙতুলিতে নতুন কিছু আঁকা।
বৈশাখ মানে রমণীদের লাল আর সাদা শাড়ি,
বৈশাখ মানে ভালোবাসায় খুনসুটি আর আড়ি।
বৈশাখ মানে প্রিয়সীর খোপায় ফুল দেবো গুঁজে,
বৈশাখ মানে সুখের পরশ মনের ভাঁজেভাঁজে।
বৈশাখ মানে প্রজাপতির সাথে ফুলের বড় টান,
বৈশাখ মানে বাঙালির মনে নেই তো অভিমান।
বৈশাখ মানে ক্লান্ত পথিক বটগাছের ঐ তলে,
বৈশাখ মানে রাখালিয়া সুর মনের কথা বলে।
বৈশাখ মানে হাসি-ঠাট্টায় সকাল-দুপুর-রাত,
বৈশাখ মানে মনের ভেতর সুখেরই উৎপাত।
বৈশাখ মানে সবাই মিলে বৈশাখী গান গাওয়া।
বৈশাখ মানে ঢাকে-ঢোলে মুখরিত চারপাশ,
বৈশাখ মানে সবার মনে আনন্দের উচ্ছ্বাস।
বৈশাখ মানে সবার সাথে মেলায় যাওয়ার বায়না,
বৈশাখ মানে কাউকে আজ ঘরে রাখা যায় না।
বৈশাখ মানে রঙিন জামায় খোকা-খুকির সাজ,
বৈশাখ মানে বৈশাখী মেলায় নাগরদোলার নাচ।
বৈশাখ মানে বোনের জন্য ভাইয়ের পকেট ফাঁকা,
বৈশাখ মানে রঙতুলিতে নতুন কিছু আঁকা।
বৈশাখ মানে রমণীদের লাল আর সাদা শাড়ি,
বৈশাখ মানে ভালোবাসায় খুনসুটি আর আড়ি।
বৈশাখ মানে প্রিয়সীর খোপায় ফুল দেবো গুঁজে,
বৈশাখ মানে সুখের পরশ মনের ভাঁজেভাঁজে।
বৈশাখ মানে প্রজাপতির সাথে ফুলের বড় টান,
বৈশাখ মানে বাঙালির মনে নেই তো অভিমান।
বৈশাখ মানে ক্লান্ত পথিক বটগাছের ঐ তলে,
বৈশাখ মানে রাখালিয়া সুর মনের কথা বলে।
বৈশাখ মানে হাসি-ঠাট্টায় সকাল-দুপুর-রাত,
বৈশাখ মানে মনের ভেতর সুখেরই উৎপাত।
পহেলা বৈশাখ |
Credit By : Tanvir Rana
0 মন্তব্যসমূহ