কবিতাঃ 'বর্তমান এবং আমরা'
লেখকঃ সালমা বিনতে সামস
হাঁটি হাঁটি পা করে ঋতুর বিদায় ক্ষন,
পরিবর্তনে প্রকৃতি, নতুন করে রাঙ্গায় মন।
হঠাৎ করে দমকা হাওয়া,
ভুলে গেছি কি-ছিলো চাওয়া।
বন্দি পাখির ঝাপটানো ডানা,
উড়তে এখন ভিষণ মানা।
আমরা মানুষ বন্দি খাঁচায়,
সুরক্ষতা'ই জীবন বাঁচায়।
পরিবর্তনে প্রকৃতি, নতুন করে রাঙ্গায় মন।
হঠাৎ করে দমকা হাওয়া,
ভুলে গেছি কি-ছিলো চাওয়া।
বন্দি পাখির ঝাপটানো ডানা,
উড়তে এখন ভিষণ মানা।
আমরা মানুষ বন্দি খাঁচায়,
সুরক্ষতা'ই জীবন বাঁচায়।
ঋতুর মেলা - প্রকৃতির খেলা,
জীবনে পটে এখন কৃষ্ণ বেলা।
হাসি- আনন্দ' রাখা বন্দি ঘরে,
হোক স্বাভাবিক - তুলে নিবো পরে।
জীবনে পটে এখন কৃষ্ণ বেলা।
হাসি- আনন্দ' রাখা বন্দি ঘরে,
হোক স্বাভাবিক - তুলে নিবো পরে।
এমন পৃথিবী কভু ছিলো না তো কাম্য,
একাকিত্বে করো বাস - ভুলে যাও সাম্য।
স্রষ্টা তুমি এই সময়ে করো একটু দয়া,
দাওনা তোমার আরসের একটু খানি ছায়া।
পৃথিবীতে ঢালো শান্তির জল,
নিভে দাও সব রুগ্ন অনল।
একাকিত্বে করো বাস - ভুলে যাও সাম্য।
স্রষ্টা তুমি এই সময়ে করো একটু দয়া,
দাওনা তোমার আরসের একটু খানি ছায়া।
পৃথিবীতে ঢালো শান্তির জল,
নিভে দাও সব রুগ্ন অনল।
|
Credit By : সালমা বিনতে শামস
0 মন্তব্যসমূহ