কবিতাঃ প্রশ্নবোধক

কবিতাঃ প্রশ্নবোধক
কবিঃ আসিফ আরমান 


অর্ধবছর বয়সী এক শিশু আজ
আমার সামনে তার অর্ধ ব্যক্ত, সন্দিগ্ধ আঁখি
মেলে দিল আকাশের দিকে-
কোনো এক দুর্বোধ্য জিজ্ঞাসায়।
আড়ষ্ট কণ্ঠ হয়তো নির্বচন;
তবে তা তো চূড়ান্ত অক্ষমতা নয়।
সে তার দৃষ্টি নিয়ে জানিয়ে দিল আমাকেঃ
তারও কিছু অভিমান আছে, প্রশ্ন আছে,
আছে বেড়ে ওঠার ব্যাকুলতা।
হঠাৎ নিমেষে, আমার উৎকর্ণ মন
জানান দিয়ে গেলঃ
অবোধ, অবুঝ শিশুটার সন্দিগ্ধ দৃষ্টির,
কোমলতর ভ্রুকুটির আয়ু এক জীবন।
এ অনিশ্চয়তার দেশে কেউ কখনো
পারে না নিশ্চিন্ত হয়ে বেড়ে উঠতে;
এ স্বাধীন দেশ তাকে দেয় না সে স্বাধীনতা।
আজীবন টিকে থাকে কিছু প্রশ্ন, কিছু উদ্বিগ্নতা
যে প্রশ্নের উত্তর এদেশে গুপ্ত, ঝাপসা, ধূপময়।
আমিও এতোদিন যা খুঁজে পাইনি;
হয়তো পাবোও না।
খুঁজতে খুঁজতে চলে যাব বহুদূর।
শুধু এ জিজ্ঞাসু প্রশ্নবোধক চিহ্ন থাকবে বেঁচে।
সে শিশুর মাঝেও একই লক্ষণ খুঁজে পাই।

প্রশ্নবোধক

Credit By :  Asif Arman



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা