গল্পঃ এইসবই দিন-রাত্রি

গল্পঃ এইসবই দিন-রাত্রি 
লেখকঃ মোঃ মনোয়ার হোসাইন 

'কে বনে ফেলে গেছে সন্তানেরা করোনার ভয়ে। নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে কুলাঙ্গারেরা। মা রক্তাক্ত মেয়েকে কোলে নিয়ে আহাজারি করছে। এই মহা দূর্দিনে চোরেরা চাল চুরিতে মহাব্যস্ত। আজ প্রিয় এক ডাক্তার ভাই মারা গেলেন। ঘরে থাকুন। মৃত্যুর মিছিলে নয়!
...
গৃহবন্দী শবেরা আজ মৃত্যুর মিছিলে
শহরের ডাকাবুকো দাঁড়কাক
খুবলে খেয়ে গেছে মনুষ্যত্ব বোধ
দুচোখে জমা পিচুটি অন্ধ করে দিয়েছে কবির দৃষ্টি
ভিখারির থালা হাতে নগ্ন দুহাত
ক্লায়কেশে শুয়ে আছে ফুটপাতে
আত্মারা সব
ওদিকে, শবের মিছিল যায়
পৈশাচিক হাসিতে মাতে উন্মাদের দল
রাজনীতির রঙ দিয়ে হোলির উৎসবে মেতে
সাদা কাফনের কাপড়ে মোড়া দিনগুলি বয়ে যায় কাঁধে!
রক্তের স্রোত আজ পদ্মায়, যমুনায়
পালতোলা নৌকোর হাল ভাঙা, পাল ছেড়া..
শকুনেরা ভীড় করে;
হায়েনার তীক্ষ্ণ দৃষ্টি খোঁজে আবর্তমান কালের ছায়া
বিস্ময়ে দেখে,
যৌবনের গলি-ঘুপচিতে পথ হারিয়েছে
ফেলে আসা সোনালী সুদিন..
পথিক! শুধাও আজি
কী করে ভেঙে যায় বিশ্বাসের অনির্বাণ চূড়া
কী করে বাসা বাঁধে হতাশার লতাগুল্ম
শুষে নেয় সঞ্জীবনী সুধা, দেয়ালের প্রেম
এক পাল মৃত আত্মার হা হা হাসিতে দেখো আজ
ধ্বসে গেছে সুরক্ষিত বাঁধের প্রাচীর, ভেসে গেছে
বহু সাধনার প্রেমময় কাব্যের সুর!


এইসবই দিন-রাত্রি

Credit By :  Mohammed Monowar Hossain

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা