#দ্য_বাথরুম_রিডার
লেখকঃ ইস্তিয়াক হোসাইন
বুলু ভাই বই ছাড়া বাথরুমে যায়না । বাথরুমে বই পড়া তার অভ্যাস । এখন সেটা তার শখ আর ফ্যাশনে পরিণত হয়েছে । কাজ সারতে যাবে অনেক আয়োজন করে । তিনি বই নির্বাচন করেন প্রকৃতির অবস্থা ও তার চাপের উপর নির্ভর করে । তার যদি মন উদাস থাকে বা ডিপ্রেশনে থাকে , তাহলে নিয়ে যাবে মোটিভেশনাল বই । বের হতে হতেই তিনি মোটিভেট হয়ে যান ।
যেদিন রাতে তিনি ঝাল বেশি খাবেন , পরদিন সকালে তিনি নিয়ে যান কমিক বই । যেনো,হাসতে হাসতেই ব্যথা লুকিয়ে যায় ।
পেটে খাবার কম গ্যাস বেশি থাকলে নিয়ে যায় , যুদ্ধ বিষয়ক বই । গোলাবারুদের বিকট আওয়াজে শেষ হয় বইয়ের পৃষ্টা । যুদ্ধের পাঠ শেষ হলেই বেরিয়ে আসেন । নেমে আসে অসীম শান্তি , ছেয়ে যায় নীরবতা ।
তার ভাষ্যমতে, " বই ছাড়া বসে থাকতে ভালো লাগেনা । বোরিং লাগে , বিরক্ত লাগে । গন্ধ লাগাটাই স্বাভাবিক । তুমি যখন বই নিয়ে যাবে , পড়বে । তখন হারিয়ে যাবে অন্য এক জগতে , অহেতুক চিন্তাভাবনা আসবেনা । একদিকে ত্যাগ হলে অন্যদিকে হবে অর্জন । ত্যাগ আর অর্জনের এই দারুণ মিশ্রণ এ জগতে আর কোথাই পাবে তুমি ? "
** সকাল থেকে বুলু ভাইয়ের মেজাজ ফুরফুরে । তিনি সেল্ফের সামনে দাঁড়িয়ে বই বাছাই করছেন । তার মানে কিছুক্ষণের মধ্যেই বাথরুমে ঢুকে পড়বে । আর যখন বেরিয়ে আসবে সঙ্গে থাকবে একটা উপদেশ ।
উপদেশগুলো এমন , "তুমি যখন ত্যাগ করছ , তখন গভীর নিশ্বাস নিও না ।"
"সম্পূর্ণ বইয়ে ডুবে যেওনা , দেয়ান (মনোযোগ) সব দিকে রাখতে হবে ।"
আজ তিনি গেলেন , বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের বই "কপাল কুণ্ডলা" নিয়ে । এটা নির্বাচন করার কারণ অবশ্যই আমি জানিনা ।
**** তিনি বাথরুম থেকে বেরিয়ে সবার আগে ঢকঢক করে পানি পান করলেন । দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন । আমি বললাম , কি হলো বুলু ভাই ? এ অবস্থা কেন ?
-আর বলিসনা মারাত্মক জটিলতায় আটকে পড়েছিলাম । ত্যাগের পর্যায়টা সুন্দরভাবে শুরুই হয়েছিলো , পড়া শুরু করতেই জটিলতাই আটকে গেলাম ।
- এমন কি হয়েছে আবার ?
- খবরদার , বঙ্কিমচন্দ্রের বই নিয়ে বাথরুমে যাবিনা , মারাত্মক জটিলতাই আটকে পড়বি , অর্জনে জটিলতা ত্যাগে জটিলতা । মন্ত্র পড়া এতোটা কঠিন না । কি লিখে বাপরে !! এতো কঠিন যে , আমার বাথরুমো কঠিন অবস্থাই ফেসে গেছে বেটা ।
বিশেষ করে তাদের প্রতি আমার অনুরোধ , যাদের বাসায় বাংলা টয়লেট আছে , আর বাথরুমে বই পড়তে ভালোবাসে , তারা এমন বই পড়া থেকে বিরত থাকুন । আর নয় জ্ঞান হারিয়ে বিশ্রি কাণ্ড ঘটাবেন ।
বুলু ভাই ঘাম মুছতে মুছতে বলল , বঙ্কিম চন্দ্র ! তুমি কঠিন , খুবই কঠিন।
The End
------------------
Istiak Hossain |
Writer Information :
Writer Name : Istiak Hossain
Places He's Lived =>
Current
city
Home Town
Nationality: Bangladeshi (By Birth)
0 মন্তব্যসমূহ