গল্পঃ স্বার্থপর

গল্পঃ স্বার্থপর 
লেখকঃ মোহাঃ শুয়াইবুর রহমান 

" পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা কে ? " এমন প্রশ্নের উত্তরে কেউ কল্পনার অতি-মানব বা কোন বীরের নাম উল্লেখ করে তবে সেটা ভুল হবে না । কিন্তু যদি কেউ "মা" বলে তাহলে ? আজ এই প্রশ্নের উত্তরের একটা বড় প্রমান হৃদয়কে স্পর্শ করে গেলো । ১৫ তারিখ ৪ মাস ২০১৯ সাল , দুপুর ২ টার দিকে মামার সাথে রাজশাহী শহরের নাম করা সেই আর.ডি.এ মার্কেট এ গেলাম । সিড়ি বেয়ে উঠার সময় লক্ষ করলাম যে , একটা মা তার ছোট বাচ্চাকে পাশে নিয়ে ভিক্ষা করছে । কতটা সত্য জানিনা । চোখের দেখা সব কিছু সত্য হয় না । বরং তার পিছনে লুকিয়ে থাকে অজস্র কাহিনী । যেমনটা থাকতে পারে এই ভিক্ষা করার কাহিনীতেও । হয়তো সত্য না হয় মিথ্যা । যাই হোক ঘটনায় আসি , তাদের দেখে মনে হলো তারা অতি দরিদ্র । না পারছে কান্না করতে না পারছে চিৎকার করতে । শুধু মাত্র কয়েকটা টাকার জন্য অন্যর পায়ে পড়তে প্রস্তুত । সারাদিন মায়ের সাথে থেকে থেকে অস্পষ্ট ভাষায় মায়ের কথার সাথে তাল মিলিয়ে বলছে , '' ও ভাই কিছু দেন না , ও ভাই কিছু দেন । '' হয়তো জন্মের পর থেকে শুনতে শুনতে সেও অভ্যস্ত । পাশ দিয়ে অসংখ্য মানুষ হেঁটে যাওয়া আসা করছিল তবে কেও এক টাকাও দিচ্ছিল না । আরো অন্য দশ জন মানুষের মতো আমি তাদেরকে ভুরুক্ষেপ না দিয়েই চলে গেলাম ।

মা যোদ্ধা

 যেতে যেতে একবার মনে মনে ভাব্লাম যে , ''কিছু টাকা দিব ! , না থাক দিব না  '' বলেই চলে গেলাম । তবে তখন আমার কাছে খুচরা টাকাও ছিল । মেজো মামার সাথে বাজার করে ফেরার সময় একবার পেছনে ফিরে দেখলাম যে বাচ্চা শিশুটি আপন মনে সিঁড়িতে বসে খেলা করছে । আর অসহায় মা পাশের দেয়ালটিতে হেলানা দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে । খেয়াল করলাম তার দুই চোখ দিয়ে করুন অশ্রু গরিয়ে পরছে । ব্যর্থতার একটি ছাপ যেন মুখের উপর ভেসে উঠেছে । তখন বুঝিনি , তবে এখন রাত ১২ টা বেজে গেছে , তাও চোখে এক ফোটাও ঘুম নেই আমার । জানিনা, নিজেকে কেন জানি খুব স্বার্থপর মনে হচ্ছে । শুধু এক্টাই অস্পষ্ট ভাষা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে , """ ভাই কিছু দেন ভাই , ও ভাই কিছু দেন """ 

Credit By : মোহাঃ শুয়াইবুর রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা