কবিতাঃ গোপন এবাদত
লেখাঃ সাইফ মাহাদী
লেখাঃ সাইফ মাহাদী
সানজিদা,
তুমি আমার বুকের ভেতর বৈশাখী ঝড়,
হাওয়ায় উড়ে যাওয়া ধুলোর ফুল,
আমের মুকুল, পেয়ারার কচি পাতা__
পথের ভেজা গন্ধ, বুকের নরম মাটি;
আলতার রঙ, ডালিমের লাল সংকেত!
সানজিদা,
তুমি আমার হাতের তালু, কপালের সম্মুখ,
নাকের ডগায় জমে থাকা ঘামের বিন্দু!
মনের গোপন নদী, পাল তোলা নৌকো;
ঠোঁটের কাঁপন, চরম পবিত্রতার নাম__
তুমি আমার নিঝুম রাতের একাগ্র সম্মান!
তুমি আমার বুকের ভেতর বৈশাখী ঝড়,
হাওয়ায় উড়ে যাওয়া ধুলোর ফুল,
আমের মুকুল, পেয়ারার কচি পাতা__
পথের ভেজা গন্ধ, বুকের নরম মাটি;
আলতার রঙ, ডালিমের লাল সংকেত!
সানজিদা,
তুমি আমার হাতের তালু, কপালের সম্মুখ,
নাকের ডগায় জমে থাকা ঘামের বিন্দু!
মনের গোপন নদী, পাল তোলা নৌকো;
ঠোঁটের কাঁপন, চরম পবিত্রতার নাম__
তুমি আমার নিঝুম রাতের একাগ্র সম্মান!
গোপন এবাদাত |
Credit By : সাইফ মাহাদী
0 মন্তব্যসমূহ