গল্পঃ দ্যা লাইব্রেরী

গল্পঃ দ্যা লাইব্রেরী 
লেখকঃ ইসতিয়াক হোসেন



শতবর্ষ পুরানো বিশালাকার জরাজীর্ণ লাইব্রেরি।সমস্তকিছু ধুলির আবরণে আবৃত।গা ছমছমে পরিবেশ।আবছা আলোতে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে রেভেন।
কাঠঘড়িটির দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে রেভেন। ঘড়িটিতে সময় একঘণ্টা বেশি। অর্থাৎ বারোটার পরে তেরোটা। বর্ণনানুযায়ী তাকে ঘড়িটি থেকে পাঁচফিট বামে যেতে হবে।সে তাই করলো।
লাল মলাটের বইটি এখন রেভেনের হাতে। এখানেই আছে চির অমর হওয়ার রহস্য। মৃত্যুকে জয় করার শ্লোক। আনন্দে চিৎকার দিয়ে উঠলো রেভেন। সহসা চারপাশের সমস্তকিছু কাঁপতে শুরু করল। আবারো জেগে উঠল ক্ষুধার্ত লাইব্রেরিটা।.....

The Librery

ঢং ঢং ঢং......। ঘড়িতে তেরোটার ঘণ্টা বাজছে। আগন্তুক সকলের ন্যায় সদ্য বইবন্দি হল আরেকটি চরিত্র, রেভেন। যন্ত্রণাদায়ক দ্বিতীয় চিৎকারটি, আর শোনা যায়নি।

The End 


Credit By :   Istiak Hossain

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বেশি বার পড়া হয়েছে

একজন রিক্সা-ওয়ালা